সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে নিজ বাড়িতে নারীকে  কুপিয়ে হত্যা

বগুড়া সংবাদ :বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে নিজ বাড়িতে এক নারীকে কুপিয়ে হত্যা  করেছে দুর্বৃত্তরা।

নিহতের নাম রওশন আরা বেগম (৫৫)। তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের  রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।
শুক্রবার গভীর রাতে এঘটনাটি ঘটে।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন,  রওশন আরা বেগমের স্বামী মালয়েশিয়া থাকেন। তার এক ছেলে চাকরির কারনে ঢাকায় বসবাস করেন।মেয়ের বিয়ে হওয়ায় শ্বশুরবাড়িতে বসবাস করেন। একারনে রওশন আরা বেগম একাই বসবাস করতেন। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখতে পান রওশন আরার মৃতদেহ বারান্দায় পড়ে আছে। তার মুখ মন্ডল এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের মালামাল এলো মেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘরের মালামাল তছনছ করা হলেও
চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। বাসার মালামাল, মোবাইল ফোন স্বর্নের গহনা কোন কিছুই খোয়া যায়নি। এছাড়াও ঘরের মধ্যে রক্ত পড়ে থাকার কোন আলামত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ওই নারীকে বারান্দাতেই কুপিয়ে হত্যা করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহযোগিতা জড়িতদের সনাক্তের কাজ চলছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *