সর্বশেষ সংবাদ ::

দেশের সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ রাখার নির্দেশ

দেশের সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ রাখার নির্দেশ

বগুড়া সংবাদ: এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সব মেডিকেল কোচিং সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বুধবার অর্থাৎ ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *