সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে জুবায়ের পন্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

আদমদীঘিতে জুবায়ের পন্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

বগুড়া সংবাদ :  টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র-সন্ত্রাসীদের অতর্কিত ও বর্বরচিত হামলায় ৪জন শহীদ ও শতাধিক আহতদের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার,  শাস্তি ও সাদ পন্থীদের সকল কর্মকান্ড নিষিদ্ধের দাবীতে বগুড়ার আদমদীঘিতে জুবায়ের পন্থীদের মানববন্ধন, উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান  ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়ক আদমদীঘি মডেল মসজিদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গির বিশ্ব ইজতেমার ময়দানে সাদ পন্থিদের অতর্কিত হামলা চালিয়ে আমাদের ৪ জন ভাইকে শহীদ করেছে এবং সংঘর্ষে শতাধিক মুসল্লী আহত হয়। এছাড়া সন্ত্রাসী,খুনি, ওয়াসিফ গংদের ফাঁসি ও তাদের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান এবং সাদ পন্থী এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ না করা হয় এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সান্তাহার দারুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহবুবুল ইসলাম কাসেম, মুফতি রুহুল আমিন, মাওঃ আব্দুল মোমিন, শাঁওইল মাদ্রাসা মুহতামিম মাওঃ ইউনুস আলী, মুরইল মহিলা মাদ্রাসা মুহতামিম মাওঃ আখতারুজ্জামান আল ফারুক, দারুল ফুরকান ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ তাওহীদ বিন হাবিবসহ আদমদীঘির নেতৃত্ব স্থানীয় ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীবৃন্দ।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *