বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,আল্লাহ এক। তিনি ন্যায় বিচারক। দুনিয়াতে যত কিছু সৃষ্টি,সব আল্লাহর দেয়া। আল্লাহর সাথে কারো তুলনা করা যায় না। খাঁটি মুসলমান হিসেবে প্রত্যেককে আল্লাহর আইন বা বিধান মেনে চলতে হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সোনাতলায় উপজেলা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা মডেল মসজিদে হাজী সম্মেলন ও দোয়া অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অধ্যক্ষ মাও.মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের (বগুড়া পূর্ব) সাবেক আমীর অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির,উপজেলা জামায়াতে ইসলামী আমীর সহকারী অধ্যাপক মোঃ ফজলুল করিম,নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল,সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম,জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল মোমিন,মাও.আব্দুর রহিম,আব্দুস সামাদ বেপারী,শাহজাহান আলী,আলহাজ্ব আবুল কালাম আজাদ পুটু,ইছাহাক আলী,সামছ উদ্দিন,দৌলতজামান, তোফাজ্জল হোসেন,রফিকুল ইসলাম,ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার জিল্লুর রহমান-সহ বিভিন্ন এলাকার হাজীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য শেষে অধ্যক্ষ শাহাবুদ্দিন মোনাজাত পরিচালনা করেন।
Check Also
শীতের সময়ে তারেক রহমান নিজে দরিদ্র মানুষের দুয়ারে শীতবন্ত্র নিয়ে গেছেন -ভিপি সাইফুল
বগুড়া সংবাদ : বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, শীতের সময়ে তারেক …