সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হত্যা, ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় হত্যা, ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ায় হত্যা, ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামি মেহেদী হাসান শাওনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দিবাগত রাত পৌণে চারটার দিকে শহরের মালগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাওন সদর উপজেলার মানিকচক কর্ণপুর দক্ষিণপাড়া এলাকার মোজাম্মেল হোসেন ওরফে মোয়াজ্জেম হোসেনের ছেলে। র‍্যাবের দাবি, গ্রেপ্তার শাওন বগুড়া জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী৷

এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ জানান, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামী মেহেদী হাসান শাওন শহরের মালগ্রাম এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করা হয়৷

তিনি আরও জানান, গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে সর্বশেষ বগুড়া জেলার সদর থানায় গত ১৫/০৯/২৪ ধর্ষণ মামলা নং-৪৪, ধারা-২০০০ সালের নারী ও শিশু ০০০ নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৭/১০/৯(১)/৩০ তৎসহ ৩২৩/৫০৬ পেনাল কোড রুজু হওয়ার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন হতে আত্মগোপনে ছিলো।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *