বগুাড়া সংবাদ : বগুড়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে প্রত্যয় উন্নয়ন সংস্থা। রোববার বিকেল সাড়ে ৫টায় শহরের মালতীনগরে সংগঠন কার্যালয়ে সংস্থার সভাপতি শিরিন সুলতানার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক রবিউল আলম অশ্রু, কোষাধ্যক্ষ নাফিউজ্জামান চৌধুরী, সদস্য স্নিগ্ধা সুলতানা, সাইমুন নাহার, জোবায়ের হোসেন, আনোয়ার হোসেন।
সংস্থার সভাপতি জানান, আমাদের দোস্ত অসহায় মানুষের কল্যাণে কাজ করছে প্রত্যয় উন্নয়ন সংস্থা। সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত এই সংস্থা। তারই ধারাবাহিকতা শীতে দুস্থ ও অসহায় মানুষের জন্য শীত নিবারণে কম্বল বিতরণ করা হচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
