বগুড়া সংবাদ: সোনাতলায় পরিসংখ্যান দপ্তরের আয়োজনে তিনটি জোনে অর্থনৈতিক শুমারী মূল্যায়ন কাজে ১১৫ জন তথ্য সংগ্রহকারী, ২২ জন সুপারভাইজার’র প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার প্রশিক্ষণ শুরু হয়েছে। শেষ হবে আগামী রোববার। প্রশিক্ষণের জন্য তিনটি জোন (স্থান) নির্দ্ধারণ করা হয়েছে। জোন তিনটি হলো সোনাতলা মডেল স্কুল ও কলেজ,সৈয়দ আহম্মদ মডেল মাদ্রাসা ও হরিখালী উচ্চ বিদ্যালয়। তিন জোনে জোনাল অফিসার হিসেবে দায়িত্বে আছেন রায়হান বিন আব্দুল কাফি,আতোয়ার রহমান ও হাসান শফিউল কবির। আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক শুমারীর কাজ চলবে।
Check Also
ধুনটে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার
বগুড়া সংবাদ :বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকার জুয়ার আসর থেকে ৬ জনকে …