বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ধান-চাউল সংগ্রহের উদ্বোধন
করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ শাহ মোঃ শাহেদুর রহমান,সোনাতলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন সরদার,হরিখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ খন্দকার,প্রত্যয়নকারী কর্মকর্তা হেলাল উদ্দিন,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম-সহ অনেকে। চলতি মৌসুমে এ দুই খাদ্য গুদামে প্রতি কেজি আমন ধান ৩৩ টাকা হিসেবে মোট ৬৬৯ মেট্টিকটন ও ৪৭ টাকা কেজি দরে মোট ৯৯৪ মেট্টিকটন চাউল সংগ্রহ করা হবে।
Check Also
ধুনটে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার
বগুড়া সংবাদ :বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকার জুয়ার আসর থেকে ৬ জনকে …