সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের  উদ্বোধন

সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের  উদ্বোধন
বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে  ধান সংগ্রহের লটারী ও অভ্যন্তরীণ আমন সংগ্রহের  উদ্বোধন করা হয়।  মঙ্গলবার সকালে  সারিয়াকান্দি খাদ্য বিভাগের আয়োজনে চলতি মৌসুমে আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহরিয়ার রহমান ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেওয়ান মোঃ আতিকুর রহমান,খাদ্য গুদাম (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নাহিদ রাশেদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম হিরা,উপজেলা জামায়াতে নায়েবে আমির অধ্যক্ষ মাও: আব্দুল মাজেদ,উপজেলা জামায়াতে সহকারি সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন,উপজেলা চাউল কল মালিক সমিতি সভাপতি মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। এ বছর সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮৬৪ মেট্রিক টন ধান, চাল ৭২৪ ও আতব ১৬ মেট্রিক টন। প্রতি কেজি ধান সংগ্রহের ক্রয়মূল্য ৩৩ টাকা আর চাল ৪৭ ও আতব চাল ৪৬ টাকা। এই সংগ্রহ চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *