সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর পেনশনের টাকা ফেরত পাওয়ার তদন্ত করতে এসে ধরা খেয়েছেন ভুয়া সেনা সদস্য পরিচয়ধারী কাশেম আলী (২৫) নামের এক যুবক। গ্রেপ্তারকৃত কাশেম আলী সিলেটের গোপালগঞ্জ উপজেলার পশ্চিম ভাগ তেরাগুলি গ্রামের মিদ্দিন আলীর ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরপর রোববার রাতে উপজেলার নশরতপুর ইউপির মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় উপজেলার পুশিন্দা সরদারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর সদস্য ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানায়, রোববার রাত ৮টার দিকে উপজেলার নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মুরইল বাজার অফিস কক্ষে তার সাথে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ফারুক আহমেদ গল্প করার সময় কাশেম আলী নামের ওই ব্যক্তি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে তাদের একটি ছবি দেখিয়ে বলেন এই লোক পুলিশ বাহিনীতে চাকুরী করতো। সে মারা যাবার পর তার স্ত্রী পেনশনের কিছু টাকা পেয়েছে। অবশিষ্ট টাকা দেওয়ার জন্য আমি তদন্ত করতে এসেছি। তদন্ত শেষে সে পেনশনের টাকা পাবে। এমন কথায় তাদের সন্ধেহের সৃষ্টি হলে তাকে আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে ও থানায় খবর দেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, সোমবার গ্রেপ্তারকৃত ভুয়া সেনা সদস্য পরিচয়দানকারি কাশেম আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

দুপচাঁচিয়াআছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *