সর্বশেষ সংবাদ ::

ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু 

বগুড়া সংবাদ :  বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চখের ব্রিজ এলাকায় রাজশাহী অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো, রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে কুরবান আলী (৩৫) ও তার মেয়ে কোহেলী (১০)। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ২টি মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা ওসি হাবিবুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় রেলওয়ে থানায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *