বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, সহ: সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বার, মাওলানা গোলাম মোস্তফা, বায়তুলমাল মাওলানা ফেরদৌস রহমান, শ্রমিক কল্যান ফেডারেশন ইদ্রিস আলী, তালিমুল কোরআন মাওলানা রমজান আলী ও সদস্য মাওলানা এমদাদুল হক প্রমূখ।
আদমদীঘি উপজেলা জামায়াতের কর্মী সভা
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেন, কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। প্রতিশোধ পরায়ন হওয়া থেকে বিরত থাকতে হবে।