সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা প্রশাসকের দুপচাঁচিয়ার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময়

বগুড়া জেলা প্রশাসকের দুপচাঁচিয়ার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময়

বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর পরিদর্শন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীদের সাথে মতবিনিময় সভা করেছেন। গত ২৭নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় বলেন, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। উদ্যেক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যেকোনো সিন্ডিকেট ভাঙ্গতে মনিটরিং বাড়াতে হবে। হাইওয়ের পাশে হাট বসানোর সরকারি কোনো বিধান নাই। হাইওয়ের পার্শ্বে হাটবাজার ক্রেতা-বিক্রেতা সবার জন্য ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ। এক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে হাট অন্যত্র স্থানান্তর করতে হবে। যাটযট নিরসনে স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থা করতে হবে। এসব সমস্যা সমাধানে স্থানীয়ভাবে সকলকে এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুর ইসলাম খান স্বপন, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, সাংবাদিক গোলাম ফারুক প্রমুখ। মতবিনিময় শেষে জেলা প্রশাসক মহোদয় উপজেলার দুঃস্থ ও অস্বচ্ছল মহিলাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়াও এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Check Also

বগুড়ায় দুদ‌কের মামলায় আলোচিত তুফান সরকা‌রের ১৩ বছ‌রের কারাদণ্ড

বগুড়া সংবাদ : অ‌বৈধ সম্পদ অর্জন এবং তথ‌্য গোপ‌নের অ‌ভি‌যো‌গে বগুড়ার আলো‌চিত তুফান সরকা‌রের ১৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *