বগুড়া সংবাদ: বগুড়ায় র্যাবের অভিযানে নাশকতার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে সদরের গোদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ওই আসামির নাম সবুজ (২৯)। তিনি শাজাহানপুর উপজেলার জোকা মোল্লাপাড়ার রবিউল ইসলামের ছেলে। আসামির বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলাসহ বিভিন্ন থানাও ৫ টি মামলা রয়েছে।এর আগে ১ নভেম্বর শাজাহানপুর থানায় আসামি সবুজের বিরুদ্ধে বিস্ফোরক দরব্য আইনে নাশকতা মামলা দায়ের হয়।র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাশকতার মামলার আসামি সবুজ বগুড়া সদরের গোদারপাড়া এলাকায় অবস্থান করছে। তখন সেখানে র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মীর মনির হোসেন আরো জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
