সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় গুরুমাতা সুমি’র হাত থেকে বাঁচতে হিজড়াদের সাংবাদিক সম্মেলন

বগুড়ায় গুরুমাতা সুমি’র হাত থেকে বাঁচতে
হিজড়াদের সাংবাদিক সম্মেলন

বগুড়া সংবাদ : বগুড়া শহরের হিজড়াদের গুরু মাতা সুমি’র হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে মঙ্গলবার সকালে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন একদল হিজড়া। সাংবাদিক সম্মেলনে পায়েল হিজড়া বলেন, গুরুমাতা সুমি, বৃষ্টি এবং রিয়া হিজড়া মাদক ব্যবসার সাথে জড়িত। তারা আমাদেরকে দিয়ে মাদক ব্যবসা করানোর চেষ্টা করে। আমরা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় সম্প্রতি কিশোর গ্যাংদের দিয়ে আমাদের একজনকে অপহরন করে হত্যার চেষ্টা করে। এলাকাবাসীর সহযোগিতায় কিশোর গ্যাংয়ের সদস্যদের পুলিশ আটক করেছে। তারা আরও অভিযোগ করেন, শহরের হাড্ডিপট্রিতে গুরুমাতা সুমি ওরফে খাজা হিজড়ার বকাড়ীতে মাদকের রমরমা ব্যবস্থা চলছে। এসব অপকর্মের বিরোধীতা করায় গুরুমাতা সুমি, বৃষ্টি এবং রিয়া হিজড়া প্রতিনিয়ত আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে পড়েছি। পুলিশের নিকট আমরা আমাদের জীবনের নিরাপত্তার দাবী জানাচ্ছি।

 

Check Also

সান্তাহারে র‍্যাবের অভিযানে ৯৭ কেজি ৮ শত গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়া সংবাদ :র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ এর সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৭ কেজি ৮শ’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *