সর্বশেষ সংবাদ ::

চলমান শৈত্যপ্রবাহে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাদরাসা-পলিটেকনিকও বন্ধ রাখার নির্দেশনা

বগুড়া  সংবাদ ঃচলমান শৈত্যপ্রবাহে দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে দাখিল ও ইবতেদায়ি মাদ্রাসা ও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের আদেশে দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজও (টিএসসি) বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।আদেশে বলা হয়, যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশনা দেবেন। সিদ্ধান্ত ই-মেইলের মাধ্যমে অবহিত করতে হবে। একই কারণে সব জেলা বা উপজেলার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সারা দেশে তীব্র শীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *