সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া তালোড়ায় দিনব্যাপী কবি সম্মেলন দুপচাঁচিয়া (

 

বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া তালোড়ায় দিনব্যাপী কবি সম্মেলন
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া বন্দর নগর কবিতা সংসদ এর এক যুগ পূর্তি উপলক্ষে কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তালোড়া বন্দর নগর কবিতা সংসদ এর আয়োজনে গত ৯ নভেম্বর শনিবার সকালে তালোড়া সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজ অডিটোরিয়ামে এ কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এ দিন সকালে কবি পদযাত্রা, তথ্য ও চিত্র প্রদর্শন ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। কবিতা সংসদের সভাপতি আব্দুল মজিদ খোন্দকার এর সভাপতিত্বে ও কবি সিকতা কাজল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঢাকা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুর রব শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা বিভাগ) ওমর ফারুক, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, আতিকুর রহমান মিঠু, সভাপতি কবি ইসলাম রফিক, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার মোনওয়ার তালুকদার (পিএসসি), আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার এফএভিপি ম্যানেজার এ,এস,এম রবিউল ইসলাম, কবিতা সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান, আফজাল হোসেন খন্দকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, নুর ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কবিতা সংসদের সাধারণ সম্পাদক একে মোমিন ইসলাম শাওন প্রমূখ। বিকালে দ্বিতীয় পর্বে আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবিতা সংসদের উপদেষ্টা আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সী সেলিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি ও প্রাবন্ধিক খৈয়াম কাদের। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা হতে আগত কবিগণ উপস্থিত ছিলেন। এসময় তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু সহ কবিতা সংসদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Check Also

জুলাই গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে পত্নীতলায় স্মরণ সভা

বগুড়া সংবাদ :জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে নওগাঁর পত্নীতলায় স্মরণ সভা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *