সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় দুটি ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

বগুড়া  সংবাদ ঃবগুড়ার গাবতলী ও শিবগঞ্জ উপজেলার দুটি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র না থাকায় ৭ লাখ টাকা জরিমনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসওএস ব্রিকস এবং এটিএস ব্রিকস নামের দুটি ইটভাটা মালিকের এ জরিমানা করা হয়। বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন ও পুলিশ সদস্যরা। বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, গত মঙ্গলবার বিকেলে বগুড়া জেলার গাবতলী উপজেলার ডাকুমারা এলাকায় অবস্থিত এসওএস ব্রিকস এবং শিবগঞ্জ উপজেলার চান্দরমোড় দাড়িদহ এলাকায় এটিএস ব্রিকস নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র না থাকায় এই জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরির নির্দেশনা দেয়া হয়।

Check Also

আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

বগুড়া সংবাদ : ২য় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *