সর্বশেষ সংবাদ ::

মাদক সেবনের অপরাধে দুই মাদক সেবীর জেল-জরিমানা 

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে দুই মাদক সেবীর জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এই ভ্রাম্যমাণ আদালতে রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার ফেরদৌস হাসানের স্ত্রী জোসনা
বেগম (৪০) ও সান্তাহার ইউপির উৎরাইল গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে নওশাদ আলম (৩০)।
এ বিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাদক সেবনের অভিযোগে নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জোসনা বেগমকে ৩ মাসের বিনাশ্রম কারান্ড ও ১০০ টাকা জরিমানা এবং নওশাদ আলমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *