বগুড়া সংবাদ: সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করার অভিযোগে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে জালাল হোসেন বাবু (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টিম। গত শনিবার ভোরে উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনির ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে দুপচাঁচিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন ও কমান্ডার সাকলাইন জানান, সান্তাহারে জালাল হোসেন বাবু নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার চাকরি প্রত্যাশীদের চাকরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করার অভিযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদমদীঘি থানায় সোর্পদ করা হয়। এ সময় তার কাছে থেকে সেনাবাহিনীর কাপড় উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জালাল হোসেন বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাসের বগুড়ার সান্তাহার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও পৌর শহরের সাঁতাহার মহল্লার মৃত- জাবেদ আলী ছেলে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পৌর শাখার সভাপতি শফিকুল ইসলাম। এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে শনিবার বিকেলে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।