বগুড়া সংবাদ: বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার সংগঠন কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক, উপদেষ্টা অধ্যাপক রফিকুল আলম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ। বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম ,আইনুল মন্ডল প্রমুখ । উপস্থিত সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আইনুল মন্ডলকে সেক্রেটারি করে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় । প্রধান অতিথি গোলাম রব্বানী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানক জাতীয়করণ করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান । তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার মেরুদন্ড হলেন শিক্ষকবৃন্দ । কাজেই তাদেরকে অবহেলিত করলে জাতি অবহেলিত হবে আর তাদেরকে সম্মানিত করলে জাতি সম্মানিত হবে। সভায় বক্তাগণ বলেন শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে । স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা,নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে বিভিন্ন কলেজে অনার্স শাখায় কর্মরত শিক্ষকদের এমপিও ভুক্ত করার জোর দাবি জানানো হয় ।
Check Also
সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের লটারী ও …