সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১৯ বছর পর মৃত্যুদণ্ড

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১৯ বছর পর মৃত্যুদণ্ড

বগুড়া সংবাদ :  স্ত্রী হত্যার ১৯ বছর পর বগুড়ায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক জালাল উদ্দিন এ রায় দেন৷ এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন। আসামির নাম চাঁন মিয়া। তিনি শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া এলাকার চুন্নু মিয়ার ছেলে। মামলার বরাত দিয়ে কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোর রাতে শোবার ঘরে চাঁন মিয়ার সাথে তার স্ত্রী ফুলবানুর সাথে ঝগড় হয়। এক পর্যায়ে চাঁন মিয়া তার পরনে থাকা গেঞ্জি দিয়ে ফুলবানুর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে৷ এরপর ফুলবানুর পরনে থাকা শাড়ী দিয়ে ঘরের তীরের সাথে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। এ ঘটনার পরের দিন পুলিশ চাঁন মিয়াকে গ্রেপ্তার করে এবং নিহত ফুলবানুর বাবা হত্যা মামলা দায়ের করেন। এরপর আদালতে চাঁন মিয়া স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে শাজাহানপুর থানার তৎকালীন এসআই আব্দুর রাজ্জাক আসামি চাঁন মিয়াকে অভিযুক্ত করে চার্জশীট দেন। সেই চার্জশীট দাখিলের ১৯ বছর পর সকল কার্যক্রম শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

Check Also

দুপচাঁচিয়া পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া পৌর বিএনপির উদ্যোগে গরীর দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *