বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার হাদিস বিভাগের ক্লাসের উদ্বোধন উপলক্ষে সহিহ্ বোখারী শরিফের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৯অক্টোবর মঙ্গলবার মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শহীদুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের কলা অনুষদ এবং প্রফেসর ডীন ড. মোহাম্মদ বেলাল হোসেন। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ (বিসিএস সাধারণ শিক্ষা কর্মকর্তা) প্রফেসর ড. আহমাদুল্লাহ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়েখ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবাদ্ধা জেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ মোখলেছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার আমীর মোঃ মুনসুর আলী, অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পিলখঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ইউসুফ আলী ফকির, অত্র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওঃ আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কামিল(মাষ্টার্স) ক্লাসের শিক্ষার্থীদের সহিহ্ বোখারী শফিফের সবক প্রদান করা হয়।
Check Also
১৫ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
বগুড়া সংবাদ : সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন …