সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নারী নিহত

 

বগুড়া সংবাদ: বগুড়ায় বালুবাহী ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে এক নারী পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার সকালে সদর উপজেলার ২য় বাইপাস মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক জব্দ করেছে পুলিশ।

নিহতের নাম রেহেনা বেওয়া। তিনি সদর উপজেলার খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী। এছাড়া মোটরসাইকেল থাকা দুই আরোহী আহত হয়েছেন তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ফ্যাক্টরিতে কাজ করার জন্য হেটে রওনা দেন রেহেনা বেওয়া৷ পথিমধ্যে মোল্লা বাড়ির সামনে একটি মোটরসাইকেল ও বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়৷ এসময় ওই ট্রাক রেহেনা বেওয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আর কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের  উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে  ধান সংগ্রহের লটারী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *