সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে রিজিনা হত্যা মামলায় দুইজন গ্রেফতার

বগুড়া সংবাদ :নওগাঁর রাণীনগরে রিজিনা (৪০) হত্যা মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। রিজিনা রাণীনগর উপজেলার ঘোষগ্রাম উত্তর সাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীনের মেয়ে।

গ্রেফতার দুইজন হলেন উপজেলার ঘোষগ্রাম উত্তর সাহাপাড়া গ্রামের সখিন উদ্দীনের ছেলে ইন্তাজ আলী (৫০) ও আরিফ হোসেনের স্ত্রী সম্পা আক্তার (২৫)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রিজিনা আক্তার কে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামীরা ঢাকার সাভারে আত্মগোপনে রয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোষগ্রাম উত্তর সাহাপাড়া গ্রামের সখিন উদ্দীনের ছেলে ইন্তাজ আলী (৫০) ও আরিফ হোসেনের স্ত্রী সম্পা আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য,চলতি বছরের ২৭আগষ্ট সন্ধায় বাড়ীর পার্শ্বে জলাশয় থেকে কঁচুরিপানা কাটা নিয়ে ইন্তাজসহ পরিবারের লোকজনের সাথে দ্বন্দ্ব হয় রিজিনার। এসময় রিজিনাকে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বাড়ীতে আসলে তিন দিনের মাথায় গত ৭সেপ্টেম্বর সকালে মারা যায় রিজিনা। এঘটনায় রিজিনার বোন শিউলি বিবি বাদী হয়ে সাতজনকে আসামী করে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *