শাজাহানপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য মোস্তাফিজার রহমানের পিতার ইন্তেকাল
বগুড়া সংবাদ:বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য ও জিয়া পরিষদ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান মোস্তাকের বাবা মফিজ উদ্দিন প্রামাণিক (৯৪) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।
আজ রোববার দুপুরে উপজেলার বামুনীয়া চাঁদবাড়িয়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একই দিন বাদ মাগরিব উপজেলার পলিপাড়া কেন্দ্রিয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জীবদ্দশায় তিনি নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহসহ নানা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবদান রেখেছেন।
নামাজে জানাজায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভার:) আবুল বাশার, দরগাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওঃ আহম্মাদ আলী, মহাস্থান শাহ সুলতান বলখী(রহ) ফাজিল মাদরাসা অধ্যক্ষ আবু বক্কর, পুলিশ লাইস স্কুল এন্ড কলেজ প্রভাষক মাওঃ মোস্তাকিম হোসাইন, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব, আড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোহসীন আলী, আড়িয়া ইউপি সদস্য বিএনপি নেতা তাজুল ইসলাম সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, উপজেলা বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।
মরহুমের রূহের মাগফিরত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা জিয়া পরিষদ সহ বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ।