সর্বশেষ সংবাদ ::

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের পুনর্মিলনী

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের পুনর্মিলনী

বগুড়া সংবাদ:বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সার্কেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্যোগে পূর্ণমিলনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার সময়  সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক আব্দুস শুকুর আলীর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কমান্ডান্ট আব্দুস ছালাম, অবসরপ্রাপ্ত সহকারি কমান্ডান্ট ওসমান গুনি মন্ডল, আব্দুস সাত্তার, আবু হেনা শাহ আলম, আব্দুল কাদের চৌধুরী, সান্তাহার রেলওয়ে নিরাপত্তার বাহিনীর পরিদর্শক (ইন্সপেক্টর) নূর-এ নবী, ইমদাদুল হক, জালাল উদ্দীন মন্ডল, শবেই মেরাজ, আনিছুর রহমান  প্রমূখ।
অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সভায় চাকরি জীবনের স্মৃতিচারণ এবং আগামী দিনে বিশাল পরিসরে পূর্ণমিলনী করার আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রয়াত সহ-কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে অবসরপ্রাপ্তদের এই মিলন মেলার আয়োজন শুরু হয়েছে।

Check Also

সান্তাহারে র‍্যাবের অভিযানে ৯৭ কেজি ৮ শত গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়া সংবাদ :র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ এর সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৭ কেজি ৮শ’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *