বগুড়া সংবাদ:বগুড়ার ধুনট বাজারে ভ্রাম্যমান আদালতে ৪ জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ধুনট বাজারের দ্রব্য মূল্য মনিটরিংকালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
এবিষয়ে ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, কিছু অসাধু বিক্রেতা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা করছে। একারনে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ৪ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: খায়রুজ্জামানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।