সর্বশেষ সংবাদ ::

বগুড়া লেখক চক্রের সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বগুড়া লেখক চক্রের সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বগুড়া সংবাদ :  বগুড়ায় কবি সুলতান স্যান্নালের ওপর হামলার জের ধরে লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলো। রবিবার রাতে বগুড়া সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বগুড়া
লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, এই সংগঠনের সদস্য সাফোয়ান আমিনসহ অজ্ঞাত ৪-৫ জনের নাম রয়েছে। বগুড়ার কবি সুলতান স্যান্নাল অভিযোগে উল্লেখ করেছেন, ইসলাম রফিক বিগত ১৬ বছর ধরে বগুড়া লেখক চক্রের সভাপতির পদ দখল করে রেখেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় আবারও একইভাবে সভাপতির পদ ধরে রাখার অপচেষ্টা করায় তিনি ফেসবুকে বগুড়া লেখক চক্র সংক্রান্ত বিষয়ে বিস্তারিত লিখে পোস্ট করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে রবিবার রাত ১০টার পরপরই ৪-৫ জন অজ্ঞাত ভাড়াটিয়া লোক দিয়ে তার উপর হামলা চালিয়ে এলোপাতারি মারধর করে হত্যার হুমকি দেয়। পরে চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করায়। কবি সুলতান স্যান্নাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুরের তজমাল হকের ছেলে। তার প্রকৃত নাম ‍সুলতান হোসেন। পাঠক মহলে তিনি সুলতান স্যান্নাল নামে পরিচিত। কবি সুলতান স্যান্নাল জানান, রবিবার রাতে সে সহ কয়েকজন কবি-
সাহিত্যিক বন্ধুদের সাথে বগুড়া শহীদ খোকন পার্কে গল্প করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে কবি তালাশ তালুকদার এবং মশিউর রহমান ছিলেন। বগুড়া শহরের সাতমাথার টেম্পল রোডের সামনে পৌঁছালে সাফোয়ান আমিন তাকে পেছন থেকে ডাক দেয়। তার কাছে যেতেই ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মন্তব্যের জের টেনে কিছু বুঝে উঠার আগেই চড়-থাপ্পর মারতে শুরু করে। প্রতিরোধ করতে গেলে তার সাথে থাকা আরও ৪-৫ জন হামলা করে। বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক সাংবাদিকদের জানান, সুলতান স্যান্নালের উপর হামলা বা মারপিটের ঘটনা তার জানা নেই। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে বগুড়ায় হোটেল সান এন্ড সিতে যৌথ অভিযানে এক লাখ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়া শহরে সাতমাথায় অবস্থিত হোটেল সান এন্ড সিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *