সর্বশেষ সংবাদ ::

র‌্যাব-১২ এবং র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে কিলার মুছা গ্রেফতার

র‌্যাব-১২ এবং র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে কিলার মুছা গ্রেফতার

বগুড়া সংবাদ :  গত ৫ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা সংক্রান্তে হত্যা মামলা দায়ের হয়। উক্ত হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতারপূর্বক তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব-১২, সদর কোম্পানির অপারেশন টিম ব্যাপক গোয়েন্দা নজরদারী ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায়, সিরাজগঞ্জ জেলার সদর থানার মামলা নং-১৭/৫২৮, ১৮/৫২৯ এবং ১৯/৫৩০ তাং-২২/০৮/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মোতাবেক সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণ করে ছাত্র জনতা হত্যা সংক্রান্তে দায়েরকৃত ০৩ টি মামলার এজাহারনামীয় পলাতক আসামী আবু মুছা @ কিলার মুছা’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অদ্য ০৫ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ১৮.৪০ ঘটিকার সময় র‌্যাব-১২ এবং র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল “কক্সবাজারের সদর থানাধীন পৌরসভার কলাতলী বিচ এলাকা” থেকে যৌথ অভিযানে বর্ণিত মামলাগুলোর এজাহারনামীয় পলাতক আসামী সিরাজগঞ্জ ০২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী’র প্রধান ক্যাডার আবু মুছা @ কিলার মুছা (৪২), পিতা-মৃত ছানোয়ার হোসেন @ ছানু, সাং- দত্তবাড়ি, ৮নং ওয়ার্ড, সিরাজগঞ্জ পৌরসভা, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী বিগত সময়ে সাবেক এমপি’র প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। এছাড়াও গত ০৪ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে, যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরও জানায় যে, বর্ণিত হত্যা মামলাগুলোর প্রেক্ষিতে গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। এরই ফলশ্রæতিতে সে কক্সবাজারে আত্মগোপনে থেকে সুযোগ বুঝে দেশের সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আবু মুছা @ মুছা’র বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ০৩টি হত্যা মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Check Also

আদমদীঘিতে স্বামী-স্ত্রীসহ তিন প্রতারক গ্রেপ্তার; চুরি   যাওয়া অটোরিকশা উদ্ধার

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার এবং স্বামী-স্ত্রীসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে থানা  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *