বগুড়া সংবাদ: বগুড়ার ধুনটে দলকে সুসংগঠিত করার লক্ষে পৌর বিএনপির উদ্যোগে ৫নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ৫নং ওয়ার্ড ধুনট সদরপাড়ায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
ধুনট পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর ছানোয়ার হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহা আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোত্তালিব হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলা, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক আল-আমিন, বিএনপি নেতা মোক্তাল হোসেন, যুবদল নেতা সবুজ, মিশু, ছাত্রদল নেতা সোহেল, শিপন, হৃদয়, শুভ প্রমূখ।