সর্বশেষ সংবাদ ::

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি
নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড স্টোর হতে পশ্চিম দিকে সুবইল যাত্রাশুল অভিমুখে সরকারি নয়নজলির উত্তর ও দক্ষিণ পার্শ্বে দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল এবং কলকারখানার মালিক মাটি দিয়ে ভরাট করে নিস্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল।
ফলে মুরইল ইউনিয়নের সুবইল যাত্রাশুল, ভালতা, বড়মহর, শিমুলিয়া ও সমান্তাহার পোড়াপাড়া গ্রামের মাঠের বর্ষার বৃষ্টির পানি নিয়ে বিপাকে পড়ে কৃষকেরা। স্থানীয় লোকজন মুরইল ইউ পি চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহি অফিসারকে অবগত করেন।
বৃহস্পতিবার সকালে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের উক্ত স্থানে সরেজমিনে গিয়ে স্কেভেটর মেশিন দিয়ে সড়কের দক্ষিণ পার্শ্বে নয়নজলির মাটি খনন করে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন উপজেঁলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন মুরইল ইউ পি চেয়ারম্যান মাওঃ আব্দুল জলিল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *