বগুড়া সংবাদ: শেরপুর শহীদিয়া কামিল মাদরাসার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ওই মাদ্রাসার খেলার মাঠে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন শেরপুর শহীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান। এ সময় মাদরারাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দছিলেন। গত ১৮ সেপ্টেম্বর শেরপুর শহীদিয়া কামিল মাদরাসার আন্ত ক্লাস ফুলবল টুর্নামেন্ট শুরু হয়। আজ ফুটবল টুর্নামেন্টে ৯ম শ্রেণি ০২-০১ গোলে ৮ম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দাখিল ৬ষ্ঠ শ্রেণি হতে আলিম ক্লাসের ছাত্রদের নিয়ে ৮ টি দল গঠন করা হয়। দল গুলো হলো দাখিল ৬ষ্ঠ ও ৭ম শ্রেনী মিলে ১টি দল, অষ্টম শ্রেনী, নবম শ্রেনী, দশম শ্রেনী, আলিম ১বর্ষ, আলিম ২য় বর্ষ, আলিম ফলপ্রাথী, ফাজিল ১ম বর্ষ। টুর্নামেন্টে মোট ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতি ম্যাচের সময় ছিল ৩০ মিনিট। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা্িদস আমানুল্লাহ হাসান,শরীরচর্চা শিক্ষক মাহমুদূল্লাহ, ইব্রাহিম হোসেন, সোহাইব,। এদিন মাঠে খেলা দেখতে শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছ্রাত্রী ছাড়াও বিপুল সংখ্যক ফুলবল প্রেমী উপস্থিত ছিলেন।