বগুড়া সংবাদ ঃবগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের সুখানগাড়ী গ্রামে নিন্ম মানের ইট ব্যবহার করে নতুন পাকা সড়ক নির্মাণে হচ্ছে বলে অভিযোগ করেছে ওই গ্রামবাসী । জানা গেছে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি’র অর্থায়নে কাহালুর
বারমাইল হতে তিনদিঘী-নামুজা সড়ক থেকে সুখানগাড়ী গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার সড়কের কার্পেটিং এর কাজ করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে সুখানগাড়ী গ্রামের জহুরুল ইসলামের মুরগীর ফার্ম থেকে সুখানগাড়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যন্ত নিন্ম মানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। আবার সড়কের কোন কোন স্থানে নিন্ম মানের ইটের ডাস্ট ও ঝাঁওয়া খোয়া ব্যবহার করা হয়েছে। সড়কের এ ধরনের নির্মাণ কাজ দেখে গ্রামের মানুষের মাঝে চরম ক্ষোভ লক্ষ্য করা গেছে। অপর দিকে সড়কে বিছানো খোয়া রোলার মেশিন দিয়ে রোলিং করে না দেওয়ায় এ সড়ক দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে না পারায় ওই গ্রামের মানুষ চরম দুর্ভোগেপড়েছে। নিন্ম মানের ইটের খোয়া ব্যবহার সর্ম্পকে কাহালু উপজেলা
প্রকৌশলী মো. হোসেন আলীর সাথে কথা বলা তিনি প্রথমে কিছু নিন্ম মানের খোয়া রাস্তায় দিয়েছিল। পরবর্তীতে বিষয়টি আমাদের চোখে পড়ায় সেগুলো অপসারন করা হয়েছে এবং এখন ভাল মানের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে।
Check Also
আদমদীঘিতে স্বামী-স্ত্রীসহ তিন প্রতারক গ্রেপ্তার; চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার এবং স্বামী-স্ত্রীসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে থানা …