সর্বশেষ সংবাদ ::

বাংলার জমিনে অচিরেই ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী

বাংলার জমিনে অচিরেই ইসলামী
রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ
–অধ্যক্ষ মাওঃ তায়েব আলী

বগুড়া সংবাদ: জামায়াতের ইসলামী বগুড়া জেলা পশ্চিম শাখার সাবেক আমীর ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মো. তায়েব আলী বলেছেন, বাংলাদেশে অচিরেই ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশ্া আল্লাহ। ইসলামী রাষ্ট্র কায়েম হলে চুরি-ডাকাতি, খুন-খারাপী বন্ধ হয়ে যাবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশের জনগনকে জামায়াতে ইসলামী এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
গত বৃহস্পতিবার রাতে কাহালু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটখোলাপাড়া (পালপাড়া) গ্রামের আলহাজ্ব আহম্মদ আলীর চাতালে ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কমিটি গঠনকল্পে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. ফখরুল ইসলাম।
কাহালু পৌরসভার কাউন্সিলর ও জামায়াতে ইসলামী কাহালু পৌর শাখার সেক্রেটারী হাফেজ সাইফুল ইসলাম নজরুল এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিম শাখার কর্ম পরিষদের সদস্য ও সাবেক ইউ পি চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন, জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, নায়েবে আমীর ও সাবেক ইউ পি চেয়ারম্যান আলহ্জ্বা অধ্যাপক মাওঃ মো. শহীদুল্লাহ, সেক্রেটারী আলহ্জ্বা শহীদুর রহমান সবুজ, অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, জামায়াতে ইসলামী কাহালু পৌর শাখার সভাপতি মাওঃ কাজী ফেরদৌস আলম প্রমূখ।
আলোচনা সভা শেষে আলহাজ্ব মো. ফখরুল ইসলামকে সভাপতি ও হাফেজ মো. সুলতান আলীকে সাধারণ সম্পাদক করে জামায়াতে ইসলামী কাহালু পৌর ৩ নম্বর ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শাহ আলমকে সভাপতি ও রাসেদ খান রাব্বীকে সাধারণ সম্পাদক করে কাহালু পৌর ৩ নম্বর ওয়ার্ডের ২৫ সদস্য বিশিষ্ট যুব কমিটি গঠন করা হয়। এছাড়াও ইসলামী ছাত্র শিবির কাহালু পৌর ৩ নম্বর ওয়ার্ডের ৩১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়।

Check Also

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *