বগুড়া সংবাদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার কর্নপুর সাংগঠনিক থানার কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে পল্লীমঙ্গল বারইপাড়া হাই স্কুল মাঠে থানা সভাপতি মাও: মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। থানা সেক্রেটারী মাও: মিজানুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী ও সরকারি আজিজুল হক কলেজের সাবেক জি এস আ স ম আব্দুল মালেক, অফিস সম্পাদক এ্যাড. আল আমিন, মাও: আব্দুল বাসেত, থানা নায়েবে আমীর ও ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান গনি মাস্টার, মাও: আব্দুল গফুর, রুহুল আমিন বাকী প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথি বলেন, যারা জামায়াতকে ফুৎকারে দিয়ে উড়িয়ে দিতে চায় বরং তারাই আল্লাহর ফুৎকারে দিল্লী গিয়ে পড়েছে। কোন ষড়যন্ত্র করে কুরআনের দাওয়াত দেয়া বন্ধ করা যাবেনা। তিনি সকল নেতা কর্মীদের কুরআনের সমাজ গঠনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। কুরআনের আইন চালু হলে দেশে আর খুন খারাবী হবেনা। মানুষকে খাবার খাইয়ে হত্যার দৃশ্য দেশবাসী দেখতে চায়না।
Check Also
কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও
বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …