সর্বশেষ সংবাদ ::

স্বামীর সন্ধান দাবীতে স্ত্রীর সাংবাদিক সম্মেলন

বগুড়া সংবাদ: ননদদের বিরুদ্ধে স্বামীকে লুকিয়ে রাখার অভিযোগে সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর বাঁশহাটা গ্রামের হানিফা খাতুন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি একজন শিক্ষিত মহিলা। আমার সহিত মোঃ গোলাম মোস্তফা (২৬) পিতা-মৃত মহির উদ্দিন, সাং-বাগড়া ফকির পাড়া, পোঃ মোলামগাড়ী, থানা-কালাই, জেলা-জয়পুরহাট এর বিগত ইং ০৪/০২/২০২৪ তারিখে মুসলিম শরিয়তের বিধান মোতাবেক ২,৫০,০০০/- টাকা দেন মোহরানা ধার্য্যে রেজিঃকৃত কাবিন নামা মূলে বিবাহ্ হয়। তৎপর স্বামী গৃহে গিয়া স্বামী-স্ত্রী রুপে ঘর সংসার করাকালে আমার ননদ-মোছাঃ তাজমহল ও মোছাঃ সেলিনা আমার শ্বশুর মহির উদ্দিনকে ভুল বুঝাইয়া আমার শ্বশুরের বিষয় সম্পত্তি হইতে আমার স্বামীকে বঞ্চিত করিয়া তাহাদের নিজ নামে লিখিয়া লইয়া গোপন রাখে। অতঃপর আমার উক্ত দুই ননদ, তাহাদের স্বামী সহ কতিপয় বহিরাগত ব্যক্তিদের সহযোগীতায় গত ইং ১৯/০৭/২০২৪ তারিখে আমার শ্বশুর বাড়ীতে আসিয়া আমার স্বামীর সহিত ঝগড়া করিয়া আমাকে ও আমার স্বামীকে শ্বশুর বাড়ী হইতে তাড়িয়ে দিলে আমি স্বামী সহ আমার পিতার বাড়ী উত্তর বাঁশহাটায় অবস্থান করি। তথায় আমি সহ আমার স্বামী মোঃ গোলাম মোস্তফা (২৬) স্বামী-স্ত্রী রূপে ঘর সংসার করাকালে আমার উক্ত স্বামী মোঃ গোলাম মোস্তফা (২৬) গত ইং ০৭/০৯/২০২৪ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় আমাকে কিংবা আমার বাবার বাড়ীর কাউকে কিছু না বলিয়া অজ্ঞাত স্থানে চলিয়া গিয়াছে। আমি সহ আমার পরিবারের সদস্যগন উক্ত তারিখের পর হইতে আমার স্বামীর সন্ধান করিয়া না পাওয়ায় আমার স্বামীর ব্যবহৃত মোবাইল নং-০১৩২০-৫৬৪১০১ তে রিং দিলে বন্ধ পাওয়া যায়। তৎপর আমি উক্ত বিষয়ে গত ইং ০৯/০৯/২০২৪ তারিখে সোনাতলা থানায় একটি জি,ডি করি। উক্ত জি,ডি নং-৩৯৪। আমি উক্ত জি,ডি করিবার পর আমার শ্বশুর বাড়ীর লোকদের সহিত যোগাযোগ করিলে তাহারাও আমার স্বামীর সন্ধান জানে না মর্মে আমাকে জানাইয়া আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করিতেছে এবং আমাকে মিথ্যা মামলায় জড়িত করিবার হুমকি- ধামকি প্রদান করিতেছে। উল্লেখ্য যে, আমার স্বামী মোঃ গোলাম মোস্তফা আমার নিকট থাকাকালে জনৈক ব্যক্তি ০১৭১৭-০১২৪১৭ নম্বর সিম হইতে আমার স্বামীর ব্যবহৃত ০১৩২০-৫৬৪১০১ তে রিং দিয়া বিভিন্ন প্রকার উস্কানীমূলক হুমকি ধামকি প্রদান করিতেছিলেন। এমতাবস্থায় আমি আপনাদের লিখনীর মাধ্যমে আমার স্বামীর ছবি সম্বলিত সংবাদ প্রচারের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আমার স্বামীকে উদ্ধার করিয়া পাইবার নিমিত্তে আজকে এই সংবাদ সম্মেলন করিলাম ।’

Check Also

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *