সর্বশেষ সংবাদ ::

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী বগুড়া প্রেসক্লাবের

বগুড়া সংবাদ: বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান এবং সদস্য সচিব সবুর শাহ লোটাস এক বিবৃতিতে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করণে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

Check Also

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *