সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে দুর্গাপূজা মন্ডপ কমিটির সাথে সাবেক এমপির মতবিনিময়

নন্দীগ্রামে দুর্গাপূজা মন্ডপ কমিটির সাথে সাবেক এমপির মতবিনিময়

বগুড়া সংবাদ :আসন্ন বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মন্ডপ কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপি নেতা ও নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্তর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
এসময় তিনি বলেন, আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। তাই আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি দুর্গাপূজা মন্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ।

Check Also

সোনাতলায় মহিলাদের মাঝে এস্পা’র সেলাই মেশিন ও কাপড় বিতরণ

বগুড়া সংবাদ :: সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুরে পার্সন প্রোগ্রেস এসোসিয়েশন (এস্পা)-এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *