বগুড়া সংবাদ: গতকাল বগুড়ার কাহালু উপজেলা সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলার নারহট্র ইউনিয়নের শিকড় খামারপাড়া
গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র নজরুল ইসলাম বাবুল। তিনি লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন গত ৩ সেপ্টেম্বর আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে যে অপবাদ দিয়ে শিকড় খামারপাড়া গ্রামের মৃত ছাদেক আলী মুন্সির পুত্র ওবায়দুর রহমান যে সংবাদ সম্মেলন করেছেন তা মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্র মুলক। আমি উক্ত সংবাদ সম্মেলের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রকৃত ঘটনা হলো আমার এবং আমার মামার বাড়ী সহ ৫/৬ টি বাড়ীর
প্রায় ৩০/৪০ জন মানুষের চলাচলের এক মাত্র রাস্তাটি ওবায়দুর রহমান হঠাৎ করে গত ৩১ মে/২৪ইং তারিখে তার ভাই-ভাতিজাদের সঙ্গে নিয়ে জোরপূর্বক বন্ধ করে ইট দিয়ে প্রাচীর নির্মাণ করেন। প্রাচীর নির্মাণের সময় নিষেধ করিলে ওবায়দুর রহমান সহ তার সাথে থাকা লোকজন অতর্কিত ভাবে লাঠি সোটা নিয়ে আমার মামা-মামী ও মামাতো ভাইয়ের উপর হামলা করে। হামলায় আমার মামী আরজেনা বেগম সহ একাধিক ব্যক্তি মারাত্বক ভাবে আহত হন। এই ঘটনায় ৮ জনের
বিরুদ্ধে জি, আর ৮৩/২৪ মোকর্দ্দমা হলে ওই মোকর্দ্দমা হতে রেহায় পারার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যার আশ্রয় নিয়ে সত্যকে আড়াল করা চেষ্টা করে। তিনি আরও উল্লেখ করেন এই ঘটনের পর থেকে রাস্তা বন্ধ করে প্রাচীর
দেওয়া ছিল। যার কারণে অন্য কোন বিকল্প রাস্তা না থাকায় আমাদের চলাচলের ব্যাঘাত ঘটে। যার কারণে এলাকার গন্যমান্য লোকজনদের সহিত পরামর্শ করে প্রাচীর ভাঙ্গার অনুমতি পাইলে গত ৩ সেপ্টেম্বর/২৪ইং তারিখ সকালে উক্ত প্রাচীর ভেঙ্গে আমাদের যাতায়াতের রাস্তা উন্মুক্ত করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরজেনা বেগম,জালাল উদ্দিন আব্দুস সামাদ প্রমুখ। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন প্রযোগকারী সংস্থার দ্রুত ক্ষতিয়ে দেখার জন্য তিনি বিশেষ ভাাবে
অনুরোধ জানিয়েছেন।
Check Also
দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত
বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …