বজ্রপাত রোধে ও পরিবেশেন ভারসাম্য রক্ষায় বগুড়ার শেরপুর উপজেলায় তালবীজ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন জীবন’ আয়োজিত এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর উচ্চ বিদ্যালয় প্রাঙণে একটি তাল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম। তিনি পরিবেশ ও প্রকৃতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাসিম, বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন, স্থানীয় শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলী হাসান, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অত্র সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাসিম বলেন, সপ্তাহব্যাপি চলবে তালবীজ রোপনের এই কর্মসূচি। ফুলজোড় বাঙালি নদীর পাড়, বেটখৈর, চককেশব, টোপরাকান্দি, সীমলা গ্রামের কাঁচা-পাকা সড়কের দুই পাশে এক হাজারের বেশি তালবীজ রোপণ করা হবে।
Check Also
দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত
বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …