সর্বশেষ সংবাদ ::

সান্তাহার পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানাকে অব্যাহতি প্রদান

সান্তাহার পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানাকে অব্যাহতি প্রদান

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোডের বাসিন্দা মোঃ হাফিজুর রহমান মিন্টুর অভিযোগের প্রেক্ষিতে তদন্তে চূড়ান্ত ভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সোমবার রাতে জাতীয়তাবাদী শ্রমিক দল সান্তাহার পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুদ রানাকে সকল পদ হইতে অব্যাহতি প্রদান করা হয়েছে। বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাংগঠনিক সম্পাদক এস আলম স্বাক্ষরিত একটি অব্যাহতিপত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে- সান্তাহার পূর্ব ঢাকা রোডের মোঃ হাফিজুর রহমান মিন্টুর একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তে চূড়ান্ত ভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন  দায়িত্বশীল পদে থেকে, এমন কাজ করায় তাঁকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্তাহার পৌর শাখা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান রিকুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা জন্য দায়িত্ব প্রদান করা হলো। আর সেই সাথে জানানো হয়েছে যে, অধিকতর তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অব্যাহতি পাওয়া সান্তাহার পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা বলেন, অব্যাহতি পাওয়ার কথা আমি জেনেছি। তবে আমার বিরুদ্ধে থানায় চাঁদা দাবি, মার্কেট ভাংচুর ও হুমকির যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ রুপে মিথ্যা ও বানোয়াট। আমাকে আমার মানহানি ও লোক সমাজে হেয় করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

Check Also

দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত

বগুড়া সংবাদ:    দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *