সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বিনামূল্যে জামায়াতের ৫০টি টিউবওয়েল বিতরন

আদমদীঘিতে বিনামূল্যে জামায়াতের ৫০টি টিউবওয়েল বিতরন

বগুড়া সংবাদ:গ্রামে গ্রামে অসহায় মানুষের সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করতে বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে ৫০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার মুরইল ঈদগাহ মাঠে দুপচাঁচিয়ার গুনাহার ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ আবু তাহের এসব টিউবওয়েল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, নসরতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াত নেতা গোলাম মোস্তফা ও এমদাদুল হক বাদশা প্রমূখ।
বিনামূল্যে টিউবওয়েল বিতরনকালে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ আবু তাহের বলেন, যে সব টিউবওয়েল বিতরন করা হয়েছে প্রত্যকটি স্থাপন (বসানো) করতে প্রয়োজনীয় খরচও দেওয়া হচ্ছে। নিরাপদ পানি নিশ্চিত করতে প্রথম পর্যায়ে নসরতপুর ও কুন্দুগ্রাম ইউনিয়নে ৫০টি এবং পর্যায়ক্রমে দুই হাজার টিউবওয়েল বিতরণ করা হবে। এছাড়া যে সব মসজিদে ওযুর ব্যবস্থা নেই সেখানে ওযুখানার ব্যবস্থা করা হবে।

 

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *