সর্বশেষ সংবাদ ::

বন্যার্তদের সহযোগীতায় সান্তাহারের হরিজন শিক্ষার্থীরা

বন্যার্তদের সহযোগীতায় সান্তাহারের হরিজন শিক্ষার্থীরা

বগুড়া সংবাদ : বন্যার্তদের সহযোগীতায় এবার এগিয়ে এসেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের হরিজন সম্প্রদায়ের দুটি পল্লীর কিছু শিক্ষার্থী যুবক । নিজেদের স্বল্প আয় থেকে অর্থ দিয়ে বন্যার্তদের সাহায্যে করেছেন ওই পল্লীর বাসিন্দারা । গত দুই দিন ধরে হরিজন পল্লীর বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করেন হরিজন যুবকরা । গত দুই দিন ধরে তাঁরা প্রায় তিন হাজার টাকা অর্থ সংগ্রহ করেছেন। বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সদস্য ও বগুড়া আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রাজন বাসফোর বলেন, যাঁরা আমাদের সাথে বন্যার্তদের সাহায্যে কাজ করছেন তাঁরা সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আমাদের সম্প্রদায়ের মানুষ স্বল্প আয়ের হলেও তাঁরা তাঁদের সামান্য  সাহায্যে নিয়ে অসহায় মানুষের মাঝে দাঁড়িয়েছে । তিনি আরও বলেন, সারা দেশে তাঁদের সংগঠন রয়েছে, এই সংগঠনের মাধ্যমে সংগৃহিত টাকা বন্যার্তদের মাঝে বিতরন করা হবে । এ সময় সান্তাহার হরিজন ছাত্র ঐক্য পরিষদের সদস্য ওম বাসফোর, ভোলা বাসফোর, শংক বাসফোর, রাজ বাসফোর, শান্ত বাসফোর, প্রশান্ত হাড়ি ও হৃদয় হাড়ি উপস্থিত ছিলেন ।

Check Also

শিবগঞ্জে দলীয়  ব্যানার ফেস্টুন খুলে দিল  বিএনপি 

বগুড়া সংবাদ :বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দলীয় রঙ্গিন ব্যানার-ফেস্টুন-অপসারণ কার্যক্রম শুরু করল শিবগঞ্জ উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *