সর্বশেষ সংবাদ ::

বগুড়া শাহজাহানপুরে নূর হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্ঠার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

বগুড়া শাহজাহানপুরে নূর হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্ঠার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

বগুড়া সংবাদ : বগুড়া শাজাহানপুর উপজেলার করনা ইউনিয়নের কুন্দ দেশমা গ্রামের নুর আলমকে কুপিয়ে হত্যার ঘটনায় ও মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। নুর আলম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র বলে জানা যায়। সোমবার সকালে কুন্দ দেশমা গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন নুর আলমের বাবা তোফাজ্জল হোসেন, মা নাসিমা বেগম, বোন মুসলিমা বেগম এবং তার স্ত্রী সুমি খাতুন, তাজুল, মিজানুর রহমান ও জিয়াদুল ইসলাম জিহাদ। মানববন্ধনের বক্তারা বলেন পূর্ব শত্রুতা জের ধরে গত ৫ ই আগস্ট সরকার পতনের পর রাত ৮ টার দিকে আওয়ামী লীগ নেতা আব্দুল বাসেত ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম এর নেতৃত্বে ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী নুর আলমকে দেশমা গ্রাম থেকে ধাওয়া দিয়ে জামাঠা গ্রামে ধাওয়া করে নিয়ে এসে কুপিয়ে হত্যা করে। তাকে হত্যা করার প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। উপরন্তু এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তারা কিছু এলাকার মহিলাদের কে ভাড়া করে এনে মানববন্ধন করে এবং এর দায় নুর আলমের আত্মীয়-স্বজনের উপর দেওয়ার চেষ্টা করছে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিরাতুন, সীমা, তাইজুল ইসলাম, সামাদ, ভোলা এবং আব্দুল মান্নান ও শফিকুল ইসলাম প্রমুখ। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মানববন্ধন অংশগ্রহণকারী গ্রামবাসীরা বাড়িতে ফেরার সময় রাস্তায় তাদের উপর হামলা করা হয়, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তাদের আত্মীয়-স্বজন নিশ্চিত করেছেন।

Check Also

১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি আদমদীঘিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী পশ্চিম  বাজার এলাকায় একটি ভাংড়ি দোকানে বৈদ্যুতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *