বগুড়া সংবাদ: বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার বিকেলে শিক্ষক- ঐক্যজোটের উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঐক্যজোটের উপজেলা সভাপতি একেএম আহসানুল মোমেনীন সোহেল-এর সভাপতিত্বে ও মোঃ আব্দুল হাই মাস্টারের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব আজিজুল হক রাজা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা আকন্দ প্রমুখ। উপস্থিত ছিলেন হরিখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম,হরিখারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ-আল-মাসুদ,ভিকনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন্তেজার রহমান,স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিন রঞ্জু,আহসান হাবীব রতন,হারুন-অর-রশিদ,জাসাস সভাপতি উজ্জ্বল হোসেন খোকন ও স্বেচ্ছাসেবক দল নেতা মোনারুল ইসলাম মোনাইসহ অনেকে। বক্তব্য শেষে একেএম আহসানুল মোমেনীন সোহেলকে সভাপতি ও মোঃ আব্দুল হাইকে সদস্য সচিব করে মোট ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক ঐক্যজোট সোনাতলা উপজেলা কমিটি গঠন করা হয়।