সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপিজেএ’র বিশ্ব আলোকচিত্র দিবস পালন

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপিজেএ’র বিশ্ব আলোকচিত্র দিবস পালন

বগুড়া সংবাদ :  বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র (বিপিজেএ) আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পালন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের স্টেশন রোডস্থ বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার উল্লাহ্ আরিফের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি সিনিয়র ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। এরপর বগুড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক বজলুর রশিদ সুইট, সংগীত রায় বাপ্পী, আব্দুস সালামসহ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, কোষাধক্ষ্য মামুনুর রশিদ মামুন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কার্যনির্বাহী সদস্য আসাদুল ইসলাম সাবু, সিরাজুল ইসলাম সিরাজ, ফিরোজ পশারী রানা, আল-আমিন, সাদিকুল ইসলাম লিটন ও আবু সাঈদ হেলাল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি ছবি হাজার শব্দের কথা বলে। একটি সুন্দর ছবি কখনও সময়ের সীমায় বেঁধে থাকে না। কোনও ছবি যেদিন তোলা হয় সেদিনও যেমন প্রশংসিত হতে পারে, সেই একই ছবি পঞ্চাশ বছর পরেও একইভাবে প্রশংসিত হতে পারে। আমাদের চারপাশে পৃথিবীতে কী হচ্ছে সেই বিষয়েও আমাদের জানান দেয় একটা ছবি। ফটো সাংবাদিকগণ ঝুঁকি নিয়ে ছবি তুলে থাকেন। ফটোসাংবাদিকগণরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ছবি তুলে উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিচ্ছেন। বগুড়াকে আরো সামনে এগিয়ে নিতে ফটো সাংবাদিকদের অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান বক্তারা। এছাড়াও আলোচনা সভায় বক্তারা, ঢাকাসহ সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাংবাদিক, পুলিশসহ ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *