বগুড়া সংবাদ : গতকাল বগুড়ার কাহালুর পাঁচপীর প্রভাতী থিয়েটারের কার্যালয়ে নাট্যচার্য্য
ড. সেলিম আল দীনের ৭৫ তম জয়ন্তী পালন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল সকল নাট্যকর্মী নাট্যচারের প্রতিকৃতিতে পুস্পমালা অর্পণ করা হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচপীর প্রভাতী থিয়েটারের সভাপতি মো. আব্দুল বাছেদ তনু।
উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রভাতী থিয়েটারের সহ-সভাপতি ও কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আলম মাসুদ (সূমন), দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আকতারুনেছা, থিয়েটারের সদস্য মুক্তার, জামিল হোসেন, আবু সাঈদ, রনি ফকির,নিপু কর্মকার, এনামুল,রিজন, আরাফাত, নাজমুল, শাহাদৎ, রিপু, অমিত, সহ গন্যমান্য ব্যক্তি।
আলোচনায় সভায় সঞ্চালনায় ছিলেন অত্র থিয়েটারের সদস্য আবু হানিফ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।