বগুড়া সংবাদ : আগামী ৭ই জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং সদর আসনের আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী রাগেবুল আহসান রিপু কে বিজয়ী করার লক্ষ্যে কৃষক লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের কালিতলায় সদর উপজেলা কৃষক লীগ এ সভার আয়োজন করে। উপজেলা সভাপতি তাইফুর রহমান সুমন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক সহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন কাদির জোয়ারদার সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Check Also
কাহালুতে পূজামন্ডপ পরিদর্শণ করলেন বগুড়া জেলা প্রশাসক
বগুড়া সংবাদ: হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু পৌর …