সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে চাঁদাবাজির সময় ৩ যুবলীগ কর্মী আটক

শাজাহানপুরে চাঁদাবাজির সময় ৩ যুবলীগ কর্মী আটক

বগুড়া সংবাদ:বগুড়া শাজাহানপুরের ফুলতলা এলাকায় কাঁচা বাজার থেকে খাজনার নামে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবলীগের ৩ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

এঘটনায় শুক্রবার রাতে রেজাউল করিম ওরফে সালাম নামে স্থানীয় এক ব্যবসায়ী বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ওসি শহিদুল ইসলাম।

আটককৃতরা হলেন, উপজেলার ফুলতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে মোবারক আলী (১৮), কলোনী চক ফরিদ এলাকার মৃত ইসাহাক আলী শেখের ছেলে সামসাদ আলী (৩৮) এবং নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা গ্রামের আবু তাহেরের ছেলে সৈকত মাহামুদ (২১)।

স্থানীয়রা জানান, আটককৃতরা ফুলতলা এলাকার নান্টু বাহিনীর সদস্য। তারা দীর্ঘদিন যাবত ফুলতলা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে খাজনার নাম অতিরিক্ত চাঁদা আদায় করতো। সরকার পতনের পরও তারা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিল। শুক্রবার সকালে নান্টু মিয়াসহ একদল যুবলীগ কর্মী কাঁচা বাজারে চাঁদাবাজি করছিল। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে কয়েকজনকে আটক করে। এসময় নান্টু মিয়াসহ বেশ কয়েকজন পালিয়ে যায়।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ফুলতলা বাজার এলাকায় চাঁদাবাজির খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রেজাউল করিম ওরফে সালাম নামে স্থানীয় এক ব্যবসায়ী বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Check Also

বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে গাছ ফেলে মহিষ বোঝাই ট্রাকে ডাকাতি

বগুড়া সংবাদ:  বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে মহিষ বোঝাই ট্রাকে ডাকাতি হয়েছে। ট্রাকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *